Download দেখিতে গিয়াছি পর্বতমালা Doc í 78 pages

Epub ¹ দেখিতে গিয়াছি পর্বতমালা · মাহবুব আজাদ

Epub ¹ দেখিতে গিয়াছি পর্বতমালা · মাহবুব আজাদ র যোগফল এই গ্রন্থটি।নিচে Download eBook সূত্র থেকে বইটি মোবি ও ইপাব কাঠামোয় সংগ্রহ করা যাবে? ভ্রমন বা অভিযান কাহিনী পড়তে আমার সবসময়ই খুব ভালো লাগে। সেই সাথে ঘুরে বেরানোটা অনেকটা নেশার মতো। গত নভেম্বর মাসেই গিয়েছিলাম বান্দরবন অভিযানে। তাই মাহবুব আজাদের দেখিতে গিয়াছি পর্বতমালা বইটা পড়তে পড়তে বারবার আমাদের সেই অভিযানের স্মৃতি টুকরো টুকরো ছবি চোখের সামনে ঘুরে ফিরে আসছিল। যদি ও আমাদের রুট এক ছিল না লেখকরা গিয়েছিলেন রুমা হয়ে পুকুরপাড়া আর আমরা গিয়েছিলাম রুমা হয়ে বগা লেক হয়ে কেওকেরাডং।লেখকের বর্ণনাশৈলী দারুণ। বেশ রসাত্মক ভাবে তিনি তাদের অভিযানের সাবলীল বর্ণনা করেছেন। যে কখনো পাহাড়ে যায়নি তার একটু সমস্যা হলেও যে অন্তত একবার পাহাড়ে গিয়েছে সে এই বইটা পড়তে পড়তে একটা অসাধারন ট্যুর দিয়ে আসতে পারবেন বান্দরবনে আপনার মনের জানালা লেখক খুলে দেবে। আমি যখন বইটা পড়ছিলাম মনে হচ্ছিল আমি ও ছিলাম ওই দলে। এটাই লেখকের সার্থকতা।

Doc দেখিতে গিয়াছি পর্বতমালা

Download দেখিতে গিয়াছি পর্বতমালা Doc í 78 pages ✓ ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে বান্দরবান থেকে দক্ষিণ রাঙামাটিতে রাইনক্ষ্ ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে বান্দরবান থেকে দক্ষিণ রাঙামাটিতে রাইনক্ষ্যং নদীর উৎস? লেখক মাহবুব আজাদের ভক্ত হয়ে আমি ওনার সচলায়তন ব্লগ পড়ার সময় থেকেই ২০১২ ১৩; কিন্তু তখন জানতাম না তার আসল নাম মাহবুব আজাদ।যাকগে হিল্লি দিল্লীর আন্দেজ আম্রিকা আফ্রিকা আরবের ভ্রমণকাহিনি পড়তে অভ্যস্ত আমরা লেখকরাও বিদেশ ভ্রমণ নিয়ে লিখেই অভ্যস্ত। দেশ ভ্রমণ নেই লেখা টেখা বোধহয় তেমন একটা নেই; অন্তত আমার চোখে পড়েনি অবশ্য আমার পড়াশোনার যে বহর তাতে না পড়ার সম্ভাবনাই বেশি। তাই কিঞ্চিৎ যে অল্প ক'টা ভ্রমণকাহিনি পড়েছি সেগুলো পড়তে পড়তে আফসোস করেছি কেউ কেন বাংলাদেশ নিয়ে অমন সুন্দর কোন ভ্রমণকাহিনি লিখেন না। মাহবুব আজাদ আমার সেই তৃষ্ণা অনেকাংশেই মিটিয়েছেন আপাতত। Pভূমিকায়ই লেখক বলেছেন শিরোনাম দেখে পাঠকসমাজের পাঠিকারাও আছেন এই দলে মনে হতে পারে হিমালয় বা আনদেজ চষে বেড়িয়ে এসে কলম হাতে নিয়েছি। আদপে ব্যাপারটা সেরকম নয় ঘর থেকে শুধু দুই পা ফেলে বান্দরবানের রুমা থেকে রাঙামাটির পুকুরপাড়া পর্যন্ত বিসতৃত গরীবের এই অভিযান। তো মাহবুব আজাদের ভীষণ উইটি সরস প্রাণবন্ত লেখায় বান্দরবান থেকে দক্ষিণ রাঙামাটিতে রাইনক্ষ্যং নদীর উৎসমুখে ট্রেকিঙ যাত্রার বিবরণের এবং বাগাড়ম্বর উপভোগ করেছি পুরোমাত্রায়। এক মুহূর্ত একঘেয়ে লাগার সুযোগ দেননি।

মাহবুব আজাদ · দেখিতে গিয়াছি পর্বতমালা Mobi

দেখিতে গিয়াছি পর্বতমালা??ুখে ট্রেকিঙে গিয়েছিলেন কয়েকজন অভিযাত্রী। সে যাত্রার বিবরণের সঙ্গে বাগাড়ম্বরে খুব খুব ভালো লেগেছে। আমার ট্র্যাকিং এর স্বপ্ন হয়তো আজীবন স্বপ্নই থেকে যাবে। মাঝে মধ্যে মনে হয় জীবনে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই হবে না আমাকে দিয়ে।